Saturday, April 27, 2024
Google search engine
Homeসারাদেশভোটের মাঠে স্বামী বনাম স্ত্রী

ভোটের মাঠে স্বামী বনাম স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধা-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মাসুমা আক্তার। এইদিকে গাইবান্ধা-২ (সদর) আসনে নৌকার মনোনয়ন না পেয়ে সদ্য পদত্যাগকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুমা আক্তারের স্বামী শাহ সারোয়ার কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তারা পৃথকভাবে জেলার সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।শাহ সারোয়ার কবীর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে আছেন। তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থিতা চেয়েও পাননি। সংসদ সদস্য পদে প্রার্থী হতে সম্প্রতি তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। শাহ সারোয়ার কবীর বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার শাহ আবদুল হামিদের নাতি। আসনটিতে স্বামী-স্ত্রীসহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহাবুব আরা বেগম গিনি, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুর রশীদ সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গোলাম মারুফ মোনা, কৃষক শ্রমিক জনতা লীগের আবু তাহের সায়াদ চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান, মকদুবর রহমান সরকার ও রকিবুল ইসলাম।স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর বলেন, আমি দলের মনোনয়ন চেয়েও পাইনি। তবে নির্বাচন করতে বাধা নেই। নেত্রী বলে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। একই সঙ্গে আমার স্ত্রীও এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments