শক্তিশালী ভূমিকম্প পাপুয়া নিউ গিনিতে

সুনামির কোন হুমকি নেই

254
839

আন্তর্জাতিক –

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাপুয়া নিউ গিনিতে। খটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৬মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।কজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ভূমি এমনভাবে দুলছিল ‘যেন আপনি নৌকায় রয়েছেন।’ ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রের পূর্ব সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াক শহর থেকে ২০ কিলোমিটার দূরে আঘাত হানে। এটি হচ্ছে সমুদ্র উপকূলবার্তী একটি শহর।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পৃথক এক বুলেটিনে বলেছে, এতে সুনামির কোন হুমকি নেই।পাপুয়া নিউ গিনি অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে। ফলে সেখানের জনসাধারণের কাছে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

254 COMMENTS

  1. Empower Your Farm with Bwer Pipes’ Irrigation Solutions: Bwer Pipes offers a comprehensive range of irrigation products designed to empower farmers in Iraq. From efficient sprinkler systems to durable pipes, our solutions are engineered to enhance water distribution, promote crop growth, and maximize yields, ensuring agricultural success. Visit Bwer Pipes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here