জবি রসায়নের প্রতীতি সাহা পেলেন আমেরিকার শীর্ষ ৮ বিশ্ববিদ্যালয়ে ডাক

0
4

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১২তম শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রতীতি সাহা জবি রিসার্চ ক্ষেত্রে এক অনন্য মাইলফলক স্থাপন করেন। একবছরে ৫ টা রিসার্চ পেপার সহ রিভিউ ও  বুক চ্যাপ্টার মিলিয়ে মোট জার্নাল প্রকাশ করেন ১২ টি। 

এর মধ্যেই আমেরিকার টপ আটটা বিশ্ববিদ্যালয় থেকে ফুল ফান্ডিং সহ  গবেষণার জন্য ডাক পেয়েছেন প্রতীতি সাহা।   এগুলো হলো ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিজ, রাইস ইউনিভার্সিটি, টেক্সাস এ এন্ড এম,  জর্জিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আইওয়া স্টেট ইউনিভার্সিটি,  ইউনিভার্সিটি অব লুইসভিল,  ক্লেমসন ইউনিভার্সিটি ও মিজৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

প্রতীতি সাহা জুনিয়র শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,” অনার্সের শুরু থেকেই  সিজিপিএতে ফোকাস করা উচিৎ । এটা ভালো হলে অনেক প্লাস পয়েন্ট। তারপর সুপারভাইজারের পরামর্শে সঠিক পদক্ষেপ নিলে সহজেই স্কলারশিপ পাওয়া সম্ভব।”

প্রতীতি সাহা নিজের বিএসসি সম্পন্ন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। এর পর এমএসসি করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনালস থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ম্যানেজমন্ট থেকে। সাথেই সাথেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. জে. সালেহ আহমেদের রিসার্চ অ্যাসিস্টেন্ট হিসেবে ইলেকট্রোকেমিস্ট্রি ল্যাব এ কাজ করেন এবং একে একে প্রকাশ করেন নিজের পাঁচটি জার্নাল।