আন্তর্জাতিক ডেস্ক – ব্রাজিলের নৈসর্গিক পেট্রো পলিস নগরীতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। এ দিকে পার্শ্ববর্তী আরেকটি অঞ্চলে প্রচ- ঝড়ের আঘাতে আরো দুই জন প্রাণ হারিয়েছে। রোববার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
উদ্ধার কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা তাদের নিখোঁজ আত্মীয় স্বজনের সন্ধানে পেট্রো পলিসের পার্বত্য এলাকায় ধসে পড়া কাদামাটি ও ধ্বংসস্তুপের মধ্যে তল্লাশি ও খনন অভিযান অব্যাহত রেখেছে।
শুক্রবার বোলসোনারো এ উদ্ধার অভিযানকে একটি ‘যুদ্ধ’ হিসেবে দেখার কথা বলেছেন।
কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা যে হারে দ্রুত বাড়ছে, তাতে মৃতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকে তা ধারণা করা যাচ্ছে না। এক্ষেত্রে ধ্বংসস্তুপের মধ্যে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে ২৮ শিশু রয়েছে।
এদিকে প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত ব্রাজিলে খারাপ আবহাওয়া অব্যাহত থাকার মধ্যে রোববার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইস্পিরিতো সান্তো রাজ্যে প্রচ- বর্ষণ শুরু হয়েছে।
ইস্পিরিতো সান্তোর জরুরি বিভাগের কর্মকর্তরা জানান, নতুন করে আঘাত হানা ঝড় বৃষ্টিতে দুই জনের মৃত্যু হয়েছে।
ব্রাজিলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা ১৬৫ জন
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.