জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধুর জীবনাদর্শকে তুলে ধরার একটি স্মারক গ্রন্থ ‘জীবন রসায়নে বঙ্গবন্ধু ‘। রবিবার (২৯/০৫/২২) তারিখে লেখকদের হাথে একটু আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে।
‘জীবন রসায়নে বঙ্গবন্ধু ‘ স্মারক গ্রন্থটির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোড়ক উন্মোচিত হয়েছে মুজিববর্ষের শেষ দিনে।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড কামালউদ্দিন আহমদ সহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছিলো।
বর্তমান সময়ে এ স্মারক গ্রন্থ লেখকদের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড শামছুন নাহার, অধ্যাপক ড মোঃ শাহজাহান, অধ্যাপক ড এ.কে.এম লুৎফর রহমান সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
গ্রন্থ হস্তান্তরের পূর্বে বাংলাদেশ গড়ার কারিগর বঙ্গবন্ধুর জীবনদর্শন নিয়ে আলোচনা করা হয়। প্রকাশনার বিভিন্ন বিষয়াদি তুলে ধরা হয় এবং লেখকদের অনুভূতি জানা হয়।
রসায়ন বিভাগের এ আয়োজন বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে প্রস্ফুটিত করে রাখার এক অনন্য নিদর্শন হয়ে থাকবে। এমন প্রত্যাশা ব্যক্ত করেই অনুষ্ঠান সমাপন হয়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.